Posts

Showing posts from October, 2021

সত্যপীর বা সত্যনারায়নের সুলুকসন্ধানে (১ম পর্ব: প্রাককথন)

Image
(সত্যপীরের ভিটা, সোমপুর মহাবিহার, নওগাঁ, বাংলাদেশ) এক. মূল লেখাটির আগে এ লেখার পটভূমিটি জানানো দরকার। গত জুন মাসে আমি সহসাই করোনা আক্রান্ত হয়ে বেশ কাহিল হয়ে গিয়েছি। বড় দাদা শ্রদ্ধেয় ডাঃ অমিত দে ওপার বাংলা থেকে সবসময় খোঁজ নিয়ে সাহস দিয়ে চলেছেন। আমাকে চাঙা রাখার জন্য ইতিহাসের নানা খবরাখবর দিয়ে মনোযোগ ব্যাধি থেকে সরিয়ে রাখছেন। এমনই একদিন হঠাৎ অমিতদা পাঠালেন এক বনেদী বাড়ির ছবি, যেখানে একটি হিন্দু জমিদার পরিবার কয়েক পুরুষ ধরে এখনো দূর্গা পূজার সময় মুসলমান ফকিরদের খাওয়ানোর একটি প্রথা পালন করে চলেছেন। পরিবারটির ইতিহাস থেকে জানা যায়, এ বংশের কোন এক পূর্বপুরুষ একজন মুসলমান ফকির বাবার আশির্বাদে ব্যবসায় উন্নতি করে জমিদারি প্রাপ্ত হন। সেই থেকে আজো দূর্গা পূজার এক বিশেষ দিনে ফকিরবাবার মাজারে শিরনি দিয়ে ফকিরদের খাওয়ানো হয়। সঙ্গত কারণেই পরিবারটির নামধাম অপ্রকাশিত রাখা হল। গল্পের প্রসঙ্গে চলে এলো হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা, যেটি দিনদিন কর্পূরের মতে উবে যাচ্ছে। তখনই খেয়াল আসলো সত্যপীরের কথাটি। অমিতদাও ভীষণ উৎসাহ দিলেন কিছু লেখার জন্য। মজে গেলাম বিষয়টি নিয়ে, ভাবলাম সুস্থ হলে কিছু লিখবো। পাঠকের নিতান্ত