Posts

Showing posts from February, 2021

ছবির ইতিহাস, ইতিহাসের ছবি (৬ষ্ঠ পর্ব)

Image
|| জেগে উঠছে ঘুমন্ত বৌদ্ধবিহার || ঘুম থেকে জেগে উঠছে কয়েক শতাব্দী ঘুমিয়ে থাকা অগ্রপুরী বিহার। মাটির নীচে লুকিয়ে থাকা ইতিহাস আপন রূপে ধরা দিচ্ছে। দীর্ঘদিন পর গত ২৬ জানুয়ারী, ২০২১ থেকে উৎখনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক শাখা। এবার দুই মাসব্যাপী উৎখনন কাজ চলবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার কিছুটা অবসান হবে – জানা যাবে কেমন ছিল অগ্রপুরী বিহার, কবে নির্মিত হয়েছিল বিহারটি। (Photo Credit: Facebook Page of Department of Archaeology, Rangpur & Rajshahi Division) নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন সদরে আগ্রাদ্বিগুন বাজারে অবস্থিত বিশাল প্রাচীন ঢিবিটি অগ্রপুরী বিহার নামে পরিচিত। তিব্বতীয় প্রাচীন গ্রন্থের আলোকে প্রত্নস্থানটিকে অগ্রপুরী বিহার হিসেবে সনাক্ত করা হয়। বহু আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে প্রাথমিক জরিপ ও উৎখনন চালিয়ে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করে এবং ঢিবিটিকে সংরক্ষিত ঘোষণা করে। তবে এই প্রথম বিস্তারিত উৎখনন কাজ শুরু করা হলো স্থাপনাটিতে। উৎখননের প্রথম কিছুদিন অতিবাহিত হওয়ার ফলে বেরিয়ে এসেছে বৌদ্ধ বিহারের কাঠামো, ভিক্ষুকক্ষ সদৃশ অ

ছবির ইতিহাস, ইতিহাসের ছবি (৫ম পর্ব)

Image
" মমার সুজস্বীষা " – সৎকর্ম স্মরণীয় (Good deeds are remembrance)।  সোমপুর মহাবিহারে আবিস্কৃত প্রচুর প্রস্তরমূর্তিগুলির মধ্যে ছবির মূর্তিটি অন্যতম। খ্রিষ্টীয় নবম শতকে নির্মিত বিষ্ণুমূর্তিটির পাদদেশে উৎকীর্ণ আছে উপরের কথাদুটি – মমার সুজস্বীষা। আবহমান কাল ধরে বরেন্দ্রবাসী, তথা সমগ্র মানবজাতিকে সৎকর্ম/ভালো কাজ করার বার্তা দিয়ে চলেছে বরেন্দ্রের শিল্পীর হাতে গড়া এ শিল্পকর্মটি। শিল্পের ভেতর দিয়ে অতীত ও বর্তমানের সংযোগ স্থাপন করে নির্মাণকারী শিল্পী নিজেও অমর হয়ে রয়েছেন।  একসময় উত্তরবঙ্গে, বিশেষত বরেন্দ্র অঞ্চলে প্রস্তরশিল্প যে চরম উৎকর্ষতা লাভ করেছিলো বর্তমান সময়ে তা অবিশ্বাস্য মনে হতো যদি না আজকের জাদুঘরগুলিতে এ অঞ্চলে পাওয়া এত এত পাথরের ভাস্কর্য না দেখা যেতো। পাথরের অপ্রতুলতা সত্বেও কিভাবে বরেন্দ্রে এ শিল্পের বিকাশ ঘটলো এবং বাংলার বাইরে সুদূর বালিতেও তার প্রভাব পৌঁছে গেলো, সেটি যথেষ্ট বিস্ময়কর। বিশেষ করে পাল আমলে শিক্ষা-দীক্ষার পাশাপাশি বরেন্দ্রের শিল্পখ্যাতি উচ্চতর সীমায় পৌঁছায়। তিব্বতের লামা তারানাথ ভারতে বৌদ্ধধর্মের ইতিহাস লিখতে গিয়ে আলোচনা করেছেন বরেন্দ্রের সুসমৃদ্ধ শিল্পকলার ক