Posts

Showing posts from December, 2024

বরেন্দ্রীর গ্রামের কথা: কোকতারা

Image
|| বরেন্দ্রীর গ্রামের কথা: কোকতারা || ছোটতারা গ্রামে প্রাচীন মন্দির, ছোটতারা, বড়তারা ইউনিয়ন, ক্ষেতলাল, জয়পুরহাট   কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—  কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। পুণ্ড্র-বরেন্দ্রীর পথে পথে স্নেহ ও মায়ার আঁচল বিছানো। প্রত্নস্থান খুঁজে বেড়ানোর সময় অগুনিত গ্রামের দেখা পেয়েছি আর মুগ্ধ হয়েছি। শান্ত-স্নিগ্ধ গ্রামগুলোতে নিস্তরঙ্গ জীবনপ্রবাহ। কোথাও ফসলের মাঠের ধারে, কোথাও গ্রাম্যহাটের পাশে, কোথাও বাঁশবন ও ঝোপঝাড়ের তলায়, কোথাও নিভৃত পথের পাশে দেখা মিলেছে প্রত্নস্থানের। আবার কোথাও হতাশ হয়েছি, পুরাতাত্ত্বিক স্থান বিলুপ্ত হতে দেখে। তবে গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্য কখনো আমায় হতাশ করে নি, বরং আমার ক্লান্ত মনের ওপর প্রশান্তির পরশ বুলিয়েছে। অনাবিল আনন্দের পাশাপাশি অনেক প্রাচীন গ্রামের নাম আমাকে ভাবিয়েছে, স্থাননাম ধরে সুলুকসন্ধান করতে করতে পেয়েছি ইতিহাসের কত অভিনব সূত্র। ভাবছি মাঝে মাঝে এ রকম অভিজ্ঞতার কথা লিখবো এখানে। কয়েকদিন আগে বিক্রমপুরের ক্যাওটখালির কথা লিখলাম, অনেকেই বেশ পছন্দ করেছেন ছোট্ট লেখাটি। খুব উৎসাহ পেলাম এ থেকে। আজকে আরেকটি গ্রামের স্থা...