ছবির ইতিহাস, ইতিহাসের ছবি (৭৩ তম পর্ব)
%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0.jpg)
|| বরেন্দ্রীর লোককথার আলোকে পুণ্ড্রে শাহ সুলতান (রঃ) এর আগমন || শাহ সুলতান বলখি (রঃ) এর মাজার লোককথা আঞ্চলিক ইতিহাসের অতীব গুরুত্বপূর্ণ উপাদান। আপাতদৃষ্টিতে ভিত্তিহীন ও কাল্পনিক মনে হলেও বেশিরভাগ লোককথার মাঝে ইতিহাসের অনেক ছিন্ন সূত্র লুকানো থাকে। এসব সূত্র খুঁজে জুড়ে দিতে পারলে আমরা জানতে পারি অতীতের অনেক অজানা কথা। পুণ্ড্র-বরেন্দ্র অঞ্চলের অসংখ্য পুরনো লোককথা শুনেছি শৈশব থেকে। সময়ের পরিক্রমায় বর্তমান সময়ে এসে বুঝি কত মূল্যবান লোককথা ছিল সেগুলো। আফসোস হয়, অনেক লোককথা ইতোমধ্যে হারিয়ে গিয়েছে এলাকার বয়োবৃদ্ধদের তিরোধানের সাথে। আজকে এমনই একটি লোককথা নিয়ে আলাপ করা যাক। আমরা অনেকেই জানি, বাংলায় আগত প্রথম পীর শাহ সুলতান বলখি (রঃ), যাঁর হাত ধরে পুণ্ড্রে ইসলাম প্রচারের সূচনা। ইনি পুণ্ড্রের শেষ হিন্দু সামন্তরাজ পরশুরামকে পরাজিত করে পুণ্ড্র অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত করেন। রাজা পরশুরামের সাথে শাহ সুলতান এর যুদ্ধ ইতিহাসে যেমন ঠাঁই পেয়েছে, তেমনি বরেন্দ্রীর লোককথায় আজো অমর হয়ে আছে। ঐতিহাসিকভাবে এ যুদ্ধের সময়কাল নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে আজকের আলোচ্য বিষয় এটি নয়। লোককথার আলোকে এ যুদ্ধের কথা যেভ...