ছবির ইতিহাস, ইতিহাসের ছবি (৬ষ্ঠ পর্ব)
|| জেগে উঠছে ঘুমন্ত বৌদ্ধবিহার || ঘুম থেকে জেগে উঠছে কয়েক শতাব্দী ঘুমিয়ে থাকা অগ্রপুরী বিহার। মাটির নীচে লুকিয়ে থাকা ইতিহাস আপন রূপে ধরা দিচ্ছে। দীর্ঘদিন পর গত ২৬ জানুয়ারী, ২০২১ থেকে উৎখনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক শাখা। এবার দুই মাসব্যাপী উৎখনন কাজ চলবে। এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার কিছুটা অবসান হবে – জানা যাবে কেমন ছিল অগ্রপুরী বিহার, কবে নির্মিত হয়েছিল বিহারটি। (Photo Credit: Facebook Page of Department of Archaeology, Rangpur & Rajshahi Division) নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন সদরে আগ্রাদ্বিগুন বাজারে অবস্থিত বিশাল প্রাচীন ঢিবিটি অগ্রপুরী বিহার নামে পরিচিত। তিব্বতীয় প্রাচীন গ্রন্থের আলোকে প্রত্নস্থানটিকে অগ্রপুরী বিহার হিসেবে সনাক্ত করা হয়। বহু আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে প্রাথমিক জরিপ ও উৎখনন চালিয়ে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করে এবং ঢিবিটিকে সংরক্ষিত ঘোষণা করে। তবে এই প্রথম বিস্তারিত উৎখনন কাজ শুরু করা হলো স্থাপনাটিতে। উৎখননের প্রথম কিছুদিন অতিবাহিত হওয়ার ফলে বেরিয়ে এসেছে বৌদ্ধ বিহারের কাঠামো, ভিক্ষুকক্ষ সদৃশ অ...