Posts

Showing posts from April, 2021

ছবির ইতিহাস, ইতিহাসের ছবি (১০ ম পর্ব)

Image
|| পুণ্ড্রের পন্ডিত কেশব দীক্ষিত || প্রথিতযশা লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের শেষ লেখা "অযাচী সন্ধানে" উপন্যাসটি যারা পড়েছেন তাঁরা জানেন, নিজের জন্মভূমি মিথিলার এক বিস্মৃত অধ্যায় – প্রবাদপুরুষ অযাচী মিশ্র ও তাঁর পুত্র শঙ্কর মিশ্রের নাম আবিষ্কার করেন লেখক ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে। নিজের শেষ লেখার মধ্য দিয়ে মিথিলার বিখ্যাত পন্ডিত অযাচী মিশ্রের নামটি চিরস্থায়ী করে রেখে গেলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়। যাই হোক, এ তো গেল সাহিত্যের কথা।  আমি যখনই আদিশূর কর্তৃক বরেন্দ্রে পঞ্চ ব্রাহ্মণ আনয়নের কথা পড়ি, প্রায়শই মনে প্রশ্ন জাগে, পুণ্ড্র-বরেন্দ্র কি তাহলে সত্যিই সুব্রাহ্মণ বঞ্চিত ছিলো? সহসাই একটা ছোট্ট সূত্র পেয়ে গেলাম, যা আমার ধারণাটা বদলে দিলো এবং একটু গর্ববোধও হল। না, পুণ্ড্র-বরেন্দ্রে অনেক সুব্রাহ্মণ ছিলেন, যাঁরা পাণ্ডিত্য দেখিয়ে এ অঞ্চলের গৌরব বাড়িয়েছেন। তাই শুধু শিল্পকলা নয়, শিক্ষা দীক্ষায়ও পুণ্ড্র-বরেন্দ্র মহীয়ান ছিল। পুণ্ড্রের একজন ব্রাহ্মণ তো রীতিমতো ২২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়েছিলেন রাষ্ট্রকূট রাজ্যে অতিথি হয়ে এবং সেখানেই বসতি স্থাপন করেছিলেন রাষ্ট্রকূট রাজার দান করা গ্রামে...

ছবির ইতিহাস, ইতিহাসের ছবি (৯ম পর্ব)

Image
|| ভাসু বিহার ও বীতাশোক || দিনের শেষ আলোয় ভাসু বিহার, হিউয়েন সাং বর্ণিত পো-শি-পো বিহার। উৎখননের ফলে মাটির নীচ থেকে বেরিয়ে এসেছে ও এখনো আসছে পুণ্ড্রের হারানো গৌরব, বাংলার অতীতের আরেকটি অধ্যায়। পথ অনেক বাকী, আরো গবেষণা প্রয়োজন! হিউয়েং সাং লিখেছেন পো-শি-পো বিহার অতি জাঁকজমকপূর্ণ ও আলোকোজ্জ্বল। বহু সংখ্যক বৌদ্ধ ভিক্ষু ও শিক্ষার্থী আসতো এ বিহারে ভারতের অন্যান্য রাজ্য, এমনকি ভারতের বাইরের দেশ থেকে।  মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এবং বৌদ্ধগ্রন্থ অশোকাবদান থেকে জানা যায়, মহামতি অশোকের সহোদর ভ্রাতার নাম বীতাশোক, মতান্তরে তিষ্য। অশোক যখন সিংহাসনে আরোহণ করেন, তিনি অন্যান্য ভাইদের হত্যা করলেও বীতাশোককে জীবিত রেখেছিলেন। প্রাণহরণ না করে অশোক তাঁর ভাই বীতাশোককে বৌদ্ধ ভিক্ষু বানিয়ে পুণ্ড্রনগরের একটি বিহারে পাঠিয়ে দেন। পুণ্ড্রের সে বিহারেই আমৃত্যু থেকে গিয়েছিলেন তিনি। অশোকাবদান থেকে জানা যায়, পুণ্ড্রের এক নির্গ্রন্থী অধিবাসী একটি চিত্র অঙ্কন করেন যেখানে বু্দ্ধ নির্গ্রন্থ নাতাপুত্রকে নত হয়ে প্রণাম করছে দেখানো হয়। এ খবর অশোকের কাছে পৌঁছালে ক্রুদ্ধ সম্রাট আদেশ করেন পুণ্ড্রের সমস্ত নির্গ্রন্থীদের হত্...