ছবির ইতিহাস, ইতিহাসের ছবি (৩য় পর্ব)

ধ্বংসস্তুপের উপরে দাঁড়িয়ে কোন এক অতীত থেকে।

স্থান: পুন্ড্রনগর (মহাস্থানগড়)

পুন্ড্রনগরের সবচেয়ে উঁচু ঢিবির উপরে অবস্থিত শাহ সুলতান বলখী মাহী সওয়ার (রঃ) এর মাজার ও সম্রাট ফররুখশিয়ারের আমলের মসজিদ। মাজার থেকে একটু দূরে রয়েছে কবরস্থান, যেখানে পড়ে আছে অনেক পাথরখন্ড। 

মাজারের অদূরে কয়েকটা গাছের নিচে একা ছবির এই তোরণটি দাঁড়িয়ে। তোরণটি কিসের তা জানি না। তবে সেটাতে মুসলিম-পূর্ব যুগের পাথরের ব্যবহার সুস্পষ্ট। মাজারটি যে ঢিবিতে অবস্থিত তার নিচে নিঃসন্দেহে চাপা পড়ে আছে গুপ্ত বা পাল আমলের কোন স্থাপনা। এই বিষয়টা সুনিশ্চিত হলেও ঢিবিতে আর খননকাজ করা কখনো সম্ভব নয়, যেহেতু ঢিবির উপরে মাজার ও প্রাচীন মসজিদ রয়েছে। সুতরাং পুন্ড্রনগরের একটি অধ্যায় অপঠিতই আছে ও থাকবে। তবুও ঘুরতে ঘুরতে তোরণটিতে আমার দৃষ্টি আটকে যায়, তাই এটা হারিয়ে যাবার আগেই ফ্রেমে বেঁধে রাখলাম।

Follow us in Facebook

Comments

Popular posts from this blog

খোদার পাথর ভিটা, পুণ্ড্রনগর (মহাস্থানগড়)

জিয়ৎ কূপ বা অমর কুণ্ড, পুণ্ড্রনগর (মহাস্থানগড়)

গোবিন্দ ভিটা, মহাস্থানগড়